দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ
ময়মনসিংহ জেলার বিভিন্ন অঞ্চলের সাব-কন্ট্রাক্টরদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে শনিবার (৩০ জুলাই) ময়মনসিংহের পরিবেশক মেসার্স আর.এস ট্রেডিং ও আশা সিমেন্টের যৌথ উদ্যোগে অনাড়াম্বর পরিবেশে ময়মনসিংহ শহরের শম্ভুগঞ্জস্থ পউশী রেস্তোরায় “আশা সিমেন্ট- স্বপ্ন কারিগর” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় উপস্থিত ছিলেন- আশা সিমেন্টর ময়মনসিংহের পরিবেশক মেসার্স আর.এস ট্রেডিং এর কর্ণধর মোঃ রফিকুল ইসলাম বাবলু, আশা সিমেন্টের ময়মনসিংহ অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ আব্দুল আলীম, সহকারী ব্র্যান্ড ম্যানেজার মোঃ আবু সুফিয়ান, সিনিয়র ইঞ্জিনিয়ার মোঃ শাহাদাত হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।