আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীতে ডোমার উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) সকাল সাড়ে নয়টায় নীলফামারী জেলা টিএলএম ট্রেনিং সেন্টার নটখানায় ৩০মে থেকে ৩১মে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, প্রশিক্ষণ কর্মশালায় প্রথমার্দ্ধের পুষ্টি কর্ম পরিকল্পনা পূরণের লক্ষে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী, মাল্টি সেক্টরাল গর্ভনেন্স কেয়ার বাংলাদেশ ম্যানেজার গোলাম রব্বানী, সহকারী প্রজেক্ট ম্যানেজার নীলফামারী পোরশিয়া রহমান, ডোমার উপজেলা জানো প্রকল্প ম্যানেজার শরিফ আহমেদ শাহ প্রমুখ। দ্বিতীয়ার্ধে নিরাপদ খাদ্যর পর্যালোচনা পূর্বক নানা বিষয়ের উপর দিক নির্দেশনা প্রদান পূর্বক বক্তব্য প্রদান করেন ডোমার উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রমিজ আলম। বেসরকারি উন্নয়ন সংস্থা জানো প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অষ্ট্রিয়ান ডেভেলপমেন্ট কর্পোরেশন এর সহায়তায় কেয়ার বাংলাদেশ ও প্লান ইন্টারন্যাশনাল এর কারিগরি সহায়তা বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ( ইএসডিও) উত্তরাঞ্চলের রংপুর ও নীলফামারী জেলার ৭ টি উপজেলায় শিশু, কিশোরী ও গর্ভবতী এবং প্রসূতি মায়ের পুষ্টির উন্নয়নে কাজ করে আসছে।
উল্লেখ্য যে, উক্ত ২ দিনের প্রশিক্ষণ কর্মশালায় ডোমার উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলার ৩ জন সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।