
আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পাথর বোঝাই ট্রাকের চাপায় সাদেকুল সোহান (১২) নামে এক শিশুর `মৃত্যু’ হয়েছে।
শনিবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের পাগলী ডাংগী এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত সাদেকুল একই ইউনিয়নের তজিবদ্দীনের ছেলে। সে বাংলাবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু সাদেকুল নিজ বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয়। একসময় মহাসড়কে উঠলে বাংলাবান্ধা বন্দর এলাকা থেকে পাথর বোঝাই পঞ্চগড় গামী একটি দ্রুতগামী ট্রাক তাকে পাগলী ডাংগী এলাকায় সড়কের সাইটে গিয়ে ‘চাপা’ দেয়। এতে ঘটনাস্থলেই ‘মৃত্যুবরণ’ করে শিশু সাদেকুল।
বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন সড়ক দুর্ঘটনায় ওই শিশুর নিহতের বিষয়টি নিশ্চিত করেন।