মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : ‘সবার জন্য গাড়ি ’এই স্লোগানকে সামনে রেখে আকিজ মটরস দেশব্যাপি উন্নতমানের গাড়ি প্রস্তুত ও সরবরাহ করছে। এরই ধারাবাহিকতায় বিভাগীয় নগরী রংপুরেও একমাত্র মনোনীত ডিলার ভাই ভাই মটরস এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় নগরীর (আর.কে.রোড সংলগ্ন টি.এম.এস এর বিপরীত) ফিতা কেটে শো-রুমের শুভ উদবোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এ উপলক্ষে আগামী ৩ দিনব্যাপি আকিজ মটরস এর বিভিন্ন প্রকার গাড়ি প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ভাই ভাই মটরস এর প্রোপ্রাইটর মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনে প্যানেল মেয়র আলহাজ্ব মাহমুদুর রহমান টিটু, আকিজ মটরস এর অপারেশন ডিরেক্টর খন্দকার শাহিন আহমেদ তপন, হেড অফ ব্রান্ড এন্ড ক্রিয়েটিভ সাইফুল আলম জামিল, রংপুর জোনের এরিয়া ম্যানেজার সোহেল রানা, বাংলার চোখ’র চেয়ারম্যান আলহাজ্ব তানভীর হোসেন আশরাফী, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিজু, ১নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম, বাবুখাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলে হক প্রমুখ।
ভাই ভাই মটরস এর স্বত্বাধিকারী মিজানুর রহমান মিজান ক্রেতাদের উদ্যেশ্যে বলেন, আকিজ মটরস গাড়ির জগতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে, তা হলো সবার জন্য গাড়ি, গাড়ির মালিক যাতে সবাই হতে পারে সেজন্য সহজ কিস্তিতে গাড়ি প্রদান করবে দেশের এই প্রতিষ্ঠানটি। পরে দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।