মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে রংপুর জেলা ছাত্রলীগ। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৭টায় জেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সুমন সরকার ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম কানন এর নেতৃত্বে জেলা ছাত্রলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে নেতাকর্মীরা। এরপর সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন ও বিকালে কেক কাটা শেষে কেন্দ্রীয় ছাত্রলীগের প্রোগ্রাম প্রজেক্টরের মাধ্যমে প্রচার করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ- সভাপতি আতিক হাসান,শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহম্মেদ,সোহেল রানা সনি,সাংগঠনিক সম্পাদক এস এম সাব্বির আহম্মেদ, বেলাল হোসেন আপেল,দপ্তর সম্পাদক আলামিন হোসেন টুটুল প্রমুখ।
এসময় জেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সুমন সরকার বলেন,১৯৪৮ সালের ৪ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বেই ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়।