
মহিনুল ইসলাম সুজন,ক্রাইম রিপোর্টার নীলফামারী।।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ(সা:)কে নিয়ে কটূক্তিকারী যুবক আকাশ রায় নিরব(২০)কে ঢাকা থেকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ।
রবিবার(২০ ডিসেম্বর)ডিমলা থানার ওসি (তদন্ত)সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে নিরবকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতার ওই যুবক ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের বাবু পাড়া গ্রামের গণেশ রায়ের ছেলে।
এর আগে গত শনিবার(১৯ ডিসেম্বর)সকালে উক্ত আকাশ রায় নিরব(Akash Roy Nirob) তার ফেসবুক আইডি থেকে বেশকিছু বন্ধুর ফেসবুক পোস্টে মহানবী (সা.)কে নিয়ে কটূক্তিপূর্ণ মন্তব্য করে ও তার নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকেও মহানবী (সা.)কে কটাক্ষ করে অশ্লীল-কুরুচিপূর্ণ পোস্ট করেন। সেই পোস্টের অল্পকিছুক্ষন পর থেকে ওই যুবকের ছবি ও সেই কটুক্তির স্ক্রিনশটসহ অনেকেই পাল্টা পোস্ট করে তার গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ শুরু করেন।যা সোশাল মিডিয়ায় নিমিষেই ভাইরাল হয়।এক পর্যায়ে ধর্মপ্রাণ বিক্ষুব্ধ মানুষদের চাপা ক্ষোভ বিস্ফোরিত হলে তারা জড়িতকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ওইদিন সন্ধ্যায় সুটিবাড়ি বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করেন।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার(ডোমার-ডিমলা সার্কেল)জয়ব্রত পাল,ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম,ওসি(তদন্ত)সোহেল রানা সহ সঙ্গীয় ফোর্স জড়িত যুবককে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে তারা শান্ত হন।
তবে জড়িত ব্যক্তিকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা না হলে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
ওইদিনগত রাত ৮টার পর জড়িত আকাশ রায় নিরব ফেসবুক লাইভে এসে স্বীকার করে যে, মহানবী (সা.)কে নিয়ে কটূক্তিমূলক পোস্টটি সে করেছিলেন।নিরবকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম।