আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে আমবাড়ীহাট জামে মসজিদের দ্বি-তল ভবনের ছাদ ঢালায়ের কাজের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ ডিসেম্বর) বিকাল ৩টায় প্রধান অতিথি হিসাবে ছাদ ঢালায়ের কাজের উদ্বোধন করেন, নীলফামারী (১) ডোমার ডিমলা আসনের সংসদসদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। পরে এক আলোচনা সভায় গোমনাতী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে, ডিমলা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, আলহাজ্ব জহুরুল হক, কৃষি উন্নয়ন ব্যাংক ব্যবস্থাপক তমিজ উদ্দিন, সমাজ সেবক আবুল কাশেম, মাওঃ রবিউল হক, ডোমার সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওঃ আব্দুল খালেক প্রমুখ বক্তব্য রাখেন। পরে মসজিদের উন্নয়ন কল্পে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন উক্ত মসজিদের পেশ ঈমাম হাফেজ ফজলুল করিম।