
আল মাসুদ,পঞ্চগড় জেলা প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে জাতীয় জেল হত্যা দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পঞ্চগড় জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় চার নেতার প্রকৃতিতে পুস্প মাল্য অর্পণ করে কর্মসূচি শুরু করেন পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট। পরে জেলা আওয়ামীলীগের আয়োজনে জেলা কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্বাস আলী, আবু তোয়াবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা সারোয়ার হোসেন, আবু সারোয়ার বকুল, মনিরা পারভীন, প্রচার সম্পাদক বীপেন চন্দ্র রায়, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আল তারেক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির উজ্জল, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রেজিয়া ইসলাম, সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন, জেলা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান আকতারসহ দলীয় নেতাকর্মীরা।
পরে সাধারণ মানুষের মাঝে গাছের চারা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয় ।