মো: আ: হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে যথাযোগ্য মযার্দায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর)বেলা ১২ টার সময় মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে প্রস্তুতিমূলক সভা উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, মধুপুর থানা অফিসার ইনচার্জ মো: তারিক কামাল, উপজেলা প্রকল্প কর্মকর্তা রাজীব আল রানা, ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর মধুপুর জোনাল ম্যানেজার প্রকৌশলী বিপ্লব কুমার সরকার প্রমুুখ। এসময় উপস্হিত ছিলেন প্রেসক্লাব মধুপুরের সভাপতি মো: আ: হামিদ, সাধারণ সম্পাদক বাবুল রানাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অলক কুমার চৌধুরী স্বপনসহ এলাকার বিভিন্ন পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ।
প্রকল্প কর্মকর্তা রাজীব আল রানা জানান, এবছর উপজেলায় ৪৮টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালন করা হবে।