
অনলাইন ডেস্ক : আজ রোববার, ২৬ জুলাই ২০২০ খ্রিস্টাব্দ মাদক বিরোধী আন্দোলনের উদ্যোগে ৩নং ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান লেইছ চৌধুরী সভাপতিত্বে ফেঞ্চুগঞ্জ থানার ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে মাদক বিরোধী আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার, গোলাপগঞ্জ সার্কেল, সিলেট ।
তিনি বলেন, শুধু অভিযান চালিয়ে, মামলা দিয়ে ও গ্রেপ্তার করে দেশ থেকে মাদক, নির্মূল করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সর্বস্তরের জনসাধারণের সম্মিলিত উদ্যোগ গ্রহণ । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান এবং পুলিশ পরিদর্শক (তদন্ত), মো. খালেদ চৌধুরী। আলোচনা সভায় ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডের মেম্বার ও স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ পুলিশের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।