মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর :
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ এর প্রথম মৃত্যুবার্ষিকী আগামী ১৪ জুলাই। এ উপলক্ষে ১৪ জুলাই মঙ্গলবার কেন্দ্রীয় কমিটির কর্মসূচি অনুযায়ী রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচি সমুহ হলো- সকাল ৬ টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, সকাল ৮.৪৫ মিনিটে পুষ্পমাল্য অর্পণ, সকাল ৯ টায় জাতীয় নেতৃবৃন্দের পুষ্পমাল্য অর্পণ শেষে সকাল ৯.১৫ মিনিটে মাজার জিয়ারত এবং সকাল ৯.৩০ মিনিটে আলোচনা সভা। উক্ত মাজার জিয়ারত, দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের(এমপি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জাতীয় পার্টির মহাসচিব, রংপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা (এমপি)। সভাপতিত্ব করবেন, রংপুর সিটি করপোরেশনের মেয়র, মহানগর জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও সভাপতি মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। এছাড়াও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ও জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় কমিটির নির্ধারিত অনুষ্ঠানসূচি অনুযায়ী রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি পক্ষ থেকে নেতাকর্মীদের সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজি আঃ রাজ্জাক।