
অনলাইন ডেস্ক : আজ শুক্রবার কুমিল্লায় করোনায় অক্রান্ত হয়ে এক দিনে মারা গেছেন পাঁচজন। এ দিন আরও ৯৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে অর্ধেকই কুমিল্লা সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।
কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ও জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন মো. সাহাদাত হোসেন আজ সন্ধ্যায় এ তথ্য জানান।
আজ শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৪১ জন, নাঙ্গলকোটে ১৭, দেবীদ্বারে ১৩, আদর্শ সদরে ৮, লালমাইয়ে ৬, সদর দক্ষিণে ৩, মুরাদনগরে ২ এবং দাউদকান্দি, লাকসাম ও চৌদ্দগ্রামে ১ জন করে। এ দিন কোনো রোগী সুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি।
এদিকে দেবীদ্বার, মুরাদনগর, দাউদকান্দি, চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলায় একজন করে পাঁচজন মারা গেছেন।
কুমিল্লা জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৭১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৯৭ জন। মারা গেছেন ৭১ জন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান পরিচালক ও সদ্য বিদায়ী কুমিল্লা জেলা সিভিল সার্জন চিকিৎসক মো. মুজিবুর রহমান বলেন, কুমিল্লা জেলায় করোনাভাইরাসের সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন ও অন্তত ১০টি উপজেলায় সংক্রমণের মাত্রা দ্রুতই বাড়ছে। এখানকার কমিউনিটিতে এটি ঢুকে পড়েছে। শুক্রবার পাঁচজন মারা গেছেন। ভয় নয়, সাহস নিয়ে করোনা মোকাবিলা করতে হবে। নিজেদের সতর্ক হতে হবে। সবাই সতর্ক হলে সংক্রমণ কমবে।