![](https://crimepatrol24.com/wp-content/uploads/Jhenidah-road-accident-related-meeting-Photo-15-06-20.jpg)
ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি বিষয়ক অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ঝিনাইদহের সিভিল সার্জনের সম্মেলন কক্ষে উইটি নেট সার্স নামের একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় এ সভার আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তরের, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন প্রকল্প। এসময় সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, ডা. নিশাত তাসনিম, স্বাস্থ্য শিক্ষা অফিসার ওয়াহিদুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন , হেলথ এডুকেশন এন্ড প্রমোশন এর টিম লিডার শবনম নদী। এসময় বক্তারা, সড়ক মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলা, গাড়ির ফিটনেস নিশ্চিত করা, গাড়ী চালানো অবস্থায় মোবাইল ফোন ব্যবহার না করা, অতিরিক্ত যাত্রী বা মালামাল বহন না করা, দৌড়ে রাস্তা পার না হওয়া, রাস্তা পারপারের সময় মোবাইল ফোন বা হেডফোনে কথা না বলাসহ নানা বিষয়ে মানুষকে সচেতন করার আহ্বান জানান।