আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে নিরতি বালা (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (১১ মে) দুপুরে পঞ্চগড় জেলার বোদা উপজেলার ঝলইশালশিরী ইউনিয়নের কাজীপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।নিহত নিরতির বাড়ি বোদা উপজেলার ঝলইশালশিরী ইউনিয়নের শিয়ালপাড়া গ্রামে। সে ওই গ্রামের সুকান্ত বর্মনের স্ত্রী। ঝলইশালশিরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
ঝলইশালশিরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন জানান, পঞ্চগড় থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী মালগাড়ী ট্রেনে কাটা পড়ে ওই নারী নিহত হন। স্থানীয়রা রেললাইনে ওই নারীর লাশ দেখতে পেয়ে আমাকে ফোন দেয়। আমি ঘটনাস্থলে এসে বোদা থানা পুলিশ ও বাংলাদেশ রেলওয়ের দিনাজপুর জিআরপি পুলিশকে খবর দিয়েছি। এলাকার কেউ দুর্ঘটনাটি দেখতে পাননি। এটা আত্মহত্যা না দুর্ঘটনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মোশারফ হোসেন ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যুর বিষয়টি শুনেছেন। বিষয়টি রেল পুলিশ দিনাজপুরকে অবহিত করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।