
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ করোনা সংকট মোকাবেলার পাশাপাশি পুষ্টি সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে পুষ্টিকর খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম। ‘পুষ্টি উন্নয়নের বুনিয়াদ,খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে পুষ্টিকর খাবার হিসেবে চাল, ডাল, তেল, পেয়াঁজ,আলু,সেমাই,চিনি,লবণ ও সাবানসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী প্রদান করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান ডা. রাফি উদ্দিন আহমেদ,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিৎ রায়,আবাসিক মেডিকেল অফিসার সাইফুল ইসলাম,ডা. শোয়েব মোঃ শাহরিয়ার,ডা. জীবন চন্দ্র দাসসহ হাসপাতালের কর্মকতা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।