কুষ্টিয়া প্রতিনিধি ঃ
কুষ্টিয়া কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গী রেলপাড়ায় গভীর রাতে ঘরের পিছনে মাটি কাটতে বাধা প্রদান করায় একই পরিবারের প্রতিবন্ধী শিশু সহ সবাইকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা।
ভুক্তভোগীরা জানান, গত ২৬ এপ্রিল গভীর রাতে এলঙ্গী রেলপাড়ার মুদি দোকানী ও তাড়ি ব্যবসায়ী রকেট ও তার দুই ছেলে সেলিম ও সালামসহ বেশ কয়েকজন মজনু শেখ পিতা মৃত জনাব আলীর বাড়ির পিছনে তাদের নিজেস্ব সম্পত্তির ওপর রাত আনুমানিক ১.৩০ টার দিকে স্ক্যাবিটর দিয়ে মাটি কাটতে যায়। এসময় মজনু শেখ শব্দ শুনে বাইরে এসে তাদেরকে বলে ঘরের পিছনে ২ ফুট জায়গা ফেলে রেখে মাটি কাটতে নাহলে কিছুদিনের মধ্যে ঘর ধ্বসে পরবে। তার কথা শুনে সালাম উত্তেজিত হয়ে বাজে ভাষায় গালিগালাজ করতে থাকলে মজনু শেখের স্ত্রী জাহানারা বেগম ও মেয়ে রুপা খাতুন বাইরে এসে গালিগালাজ বন্ধ করতে বলে। এসময় সালাম, সেলিম ও রকেট তিনজন মিলে মজনু শেখের বুকের ওপর রড দিয়ে আঘাত করলে সে অজ্ঞান হয়ে যায় তখন তার স্ত্রী ও মেয়ে ঠেকাতে গেলে তাদের হাতে থাকা রড ও হাসুয়া দিয়ে জাহানারার কপালে কোপ দেয় ও রড দিয়ে বেধড়ক মারপিট শুরু করে মাকে বাঁচাতে গেলে রুপার মাথায় আঘাত করে এসময় রুপার প্রতিবন্ধী ১২ বছরের শিশু রোহান তার মাকে মারপিট করা সময় কান্না করতে করতে ঠেকাতে গেলে পাষণ্ডরা শিশুটিকেও বাদ দেয়নি তাকেও বেধড়ক মারপিট করে আহত করে। পরবর্তীতে তাদের চিৎকার শুনে এলাকাবাসী এসে তাদেরকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চারজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। আঘাতে জাহানারার কপাল ও মাথায় ৮টি সেলাই এবং রুপার মাথায় ৭ টি সেলাই দেয়া হয়েছে। এ ব্যাপারে কুমারখালী থানায় মামলা দায়ের করা হয়েছে মামলা নং ৩০ তাং ২৬/০৪/২০২০।