
আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
জামালপুর জেলা প্রশাসক কার্যালয় ও শহরের সকাল বাজার এলাকায় ব্র্যাক আয়োজিত নিরাপদ দূরত্বের বৃত্ত মার্কিংসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন মো. মোকলেছুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)। একই দিনে শুক্রবার ৩ এপ্রিল পরে তিনি জামালপুর সদরের কেন্দুয়া ইউনিয়নের কোটামনি গ্রামে হতদরিদ্র পরিবারের মধ্যে মানবিক সহায়তা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এখানে উল্লেখ্য যে, প্রতিটি পরিবারকে ১৫০০ টাকা করে প্রদান করা হয়, মোট ৮০৪ টি পরিবারকে ১২,০৬,০০০ (বার লক্ষ ছয় হাজার) টাকা প্রদান করা হবে। এই মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন মো. মুনীর হুসাইন খান, ব্র্যাক জেলা সমন্বয়ক, শিপন কুমার সাহা, জোনাল ম্যানেজার, মো. রুহুল আমিন ও মো. নজরুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক ও রামপ্রসাদ সাহা,শাখা ব্যবস্থাপক। এডিসি মহোদয় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ব্র্যাকের নানামুখী সচেতনতামূলক কার্যক্রম ও পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমের প্রশংসা করেন।