
আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
হোমনায় করোনা ভাইরাসের প্রভাবে খেটে খাওয়া কর্মহীন ও অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন কুমিল্লা-২ ( হোমনা-তিতাস) আসনের স্থানীয় এমপি সেলিমা আহমাদ । আজ শনিবার হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে এমপির নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী চাল,ডাল ও আলু বিতরণ করা হয়।
পৌর মেয়র অ্যাড. মো.নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহসীন সরকার,থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কায়েস আকন্দ, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান খোকন, যুগ্ম সম্পাদক গাজী ইলিয়াস, সদস্য খন্দকার মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম মোল্লা, প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, থানা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক আবদুস সালাম ভূঁইয়া,কৃষকলীগ সভাপতি মো. মোকবল হোসেন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, পৌর যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স, ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার, জেলা তাঁতি লীগের সদস্য আরাফাত হোসেন সরকারসহ উপজেলা আ’লীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ।
জানা গেছে, এমপির নিজস্ব অর্থায়নে প্রতিটি গ্রামে গ্রামে অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ চলছে ও তা অব্যাহত থাকবে ।