
আনিছুর রহমান মানিক , ডোমার , নীলফামারী :
নীলফামারীর ডোমারে এসএসসি ৯০ ব্যাচের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শুকনা খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে।
দেশে করোনা ভাইরাস আতঙ্কে এলাকার খেটে খাওয়া দুঃস্থ ও অসহায় মানুষ কাজে বের হতে পারছে না। এমন পরিস্থিতিতে রোববার (২৯মার্চ) সকাল ১০টায় পৌর শহরের রেয়াছত আলী মার্কেটে ৫শতাধিক মানেুষকে এ সহায়তা প্রদান করেন এসএসসি ৯০ ব্যাচ। প্যাকেটে চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজ, সাবান ও একটি করে মাস্ক ছিল। এ সময় গ্রুপের অন্যতম সদস্য রাশেদ মাহমুদ উজ্জল, কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, মকবুল হোসেন, নলিনী রায়, রায়হান সবুক্তগীন অনিকেট, আবু জাফর উল্ল্যাস, জাকারিয়া হোসেন, জয়মুদ্দিন সরকার, উম্মে সালমা, রশিদা আক্তার, শাহেরা বানু শিল্পী প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়াও উক্ত গ্রুপের ঢাকা ও প্রবাসে অবস্থানরত বন্ধুদের মধ্যে মমতাজ শান্তা, চন্দনা প্রধান, ঢালী মাহামুদা সম্পা, এরশাদ আহমেদ, সাইফুদ্দিন আহমেদ মিঠু, সাবিনা ইসলাম সুমনা, সামিমা শিমি, আবু বক্কর ছিদ্দিক মিঠুলীসহ সকলে মিলে আর্থিক সহায়তা প্রদান করেন। এ ছাড়াও উক্ত ব্যাচের সদস্যরা বিদ্যালয়ে অনুদান, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদানসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার হাত বাড়িয়ে এলকায় ব্যাপক সাড়া জাগিয়েছে। তাদের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।