
মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর:
রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রশাসন করোনা প্রতিরোধে নানা পদক্ষেপ নিয়েছে। প্রশাসনের পাশাপাশি উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও ব্যক্তি পর্যায়ে স্ব -স্ব উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করে যাচ্ছেন। কেউ মাস্ক বিতরণ, হ্যান্ড সেনিটাইজার বিতরণ অাবার কেউ জীবাণুনাশক ওষুধ ছিটানোর কাজ হাতে নিয়েছে।
ইতোমধ্যে পরিস্কার- পরিচ্ছন্নতার কাজ শুরু হয়ে গেছে। তেমনিভাবে উপজেলা নির্বাহী অফিসার টিএমএ মমিন পীরগঞ্জ উপজেলা বাসীর মধ্যে দরিদ্র মানুষের বাড়ীতে বাড়ীতে খাবার, মাস্ক বিতরণ ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক ওষুধ ছিটানোর কাজ চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন স্ট্যাণ্ডে ইজিবাইক অটোরিক্সা ও ভারী যানবাহনে এ জীবাণুনাশক ওষুধ স্প্রে করা হয়। তার এ উদ্যোগকে যাত্রী ও গাড়ির চালকরা সাধুবাদ জানিয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার টিএমএ মমিন জানান, সারা বিশ্বে এখন করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে । তাই করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে ও মানুষকে সচেতন করতে এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।