
মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর:
বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন রংপুর জেলা ইউনিটের ২৮ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কার্যকারী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর বিএফএ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন রংপুর জেলা ইউনিটের সহ-সভাপতি এস এম বদরুদ্দোজা’র সভাপতিত্বে ও বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন রংপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্যবৃন্দ। এ সময় বক্তারা বলেন, বর্তমানে নন ইউরিয়া সারের মিনি সংকট চলছে। এ সংকটের দ্রুত সমাধান না হলে বড় ধরনের সংকট দেখা দিতে পারে। নানাবিধ টালবাহানার অভিযোগ তুলে মেসার্স নোয়াপাড়া গ্রুপের বিরুদ্ধে বক্তারা বলেন, সার উত্তোলনের মেসার্স নোয়া পাড়ার টালবাহানা ও অনিয়ম চলতে থাকলে রংপুর অঞ্চলে সারের বড় ধরনের সংকট দেখা দিবে যা কৃষকের ধান চাষাবাদে বহুমুখী প্রতিবন্ধকতা তৈরি করবে। বর্তমান সরকার কৃষিবান্ধব হওয়া সত্বেও মেসার্স নোয়াপাড়া গ্রুপ অধিক লাভের আশায় রংপুরের সারের ডিলারকে সার দিতে টালবাহানা করছে। সার নিয়ে টালবাহানা বন্ধ ও সমাধানের নিমিত্তে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সরকারের উর্ধবতনদের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।
নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন, সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি আব্দুস সালাম বেলাল, আতিয়ার রহমান, গোফরান ভুইয়া, শেখ মোঃ ফরিদ, এসএম বদরুদ্দোজা, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আলী হাকিম, মাহফুজার রহমান, কোষাধ্যক্ষ শফিকুল ইসলা শফি, অফিস সম্পাদক মাহমুদুর রহমান মানিক, প্রচার সম্পাদক শাহ নেওয়াজ, নির্বাহী সদস্য মজিবর রহমান, মাজেদ আলী, মেজবাহুর রহমান মঞ্জু, শহিদুল ইসলাম শহিদার, মশিউর রহমান পেয়ারা, সুবোধ কুমার কুন্ডু, নুরুল হক, খলিলুর রহমান, হারুন অর রশিদ বাবুল, হরেকৃষ্ণ কুন্ডু, মোকতাদের হোসেন লিটন, ওয়াহেদ চৌধুরী, আব্দুল মজিদ, কো-অপ্ট সদস্য নুরুল ইসলাম, আহামাদুল্লাহ, কামরুজ্জামান পাটোয়ারী মিঠু।