
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে রেলওয়ের সরকারি জমি জবর দখল নিয়ে দু-পক্ষের সংর্ঘষে-৫ নারী আহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে পৌর সভার সাতপোয়া চিলড্রেন হোমস এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহতের পারিবারিক সূত্রে জানা গেছে-সরিষাবাড়ী পৌর সভার সাতপোয়া গ্রামের দুদু মিয়ার দখলীয় জমি একই গ্রামের শামীম মিয়ার নিকট বর্গা দেন।দুদু মিয়ার ওই দখলীয় বাংলাদেশ রেলওয়ের ১২ শতাংশ জমিতে একই গ্রামের আবুল হোসেনের স্ত্রী রওশনারা মেয়ে উষা,খুশী সহ লোকজন নিয়ে ইট ফেলে জমি জবর দখল করতে যায়।এ সময় দুদু মিয়ার স্ত্রী মালা ও মেয়ে তাইয়ব্যা ও বর্গা চাষী শামীম মিয়া ওই জমিতে ইট রাখতে বাধা প্রদান করলে দু’পক্ষের মাঝে কথাকাটাকাটির এক পর্যায়ে সংর্ঘষ বাধে। সংর্ঘষে উভয় পক্ষের ৫ নারী আহত হয়।
উভয় পক্ষের আহতরা হলেন-রওশনারা(৫০)উষা(১৯)খুশী(২৬)মালা(৪০)তাইয়্যবা(১৭) আহত হয়েছেন।আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান বলেন,এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি।অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।