
মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি : কুমিল্লার হোমনায় বই উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। আজ বুধবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউএনও তাপ্তি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসবের উদ্বোধন করে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম। এ উপলক্ষে উভয় বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ইউএনও তাপ্তি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকরী শিক্ষক আমিনুল ইসলাম প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের অফিসার, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর প্রাথমিক স্তরে ৯৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৬৫ টি কিন্ডার গার্টেন এর প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৩০ হাজার ৪৯২ জন শিক্ষার্থীর মাঝে ১ লাখ ৪৯ হাজার ১৭২ টি এবং ৯ টি ইবতেদায়ী, ১৭ টি মাধ্যমিক, ৯ টি দাখিল ও ২ টি এসএসসি ভোকেশনাল স্তরে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ২২ হাজার ৭৪৮ জন শিক্ষার্থীদের মাঝে ৩ লাখ ১২ হাজার ৮৪৭ টি বই বিতরণ করা হবে।