
জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং অধিদপ্তর কর্তৃক চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদার পাড়া নামক উপকূলীয় এলাকায় জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা ও বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রকল্প নির্মাণ (দ্বিতীয় পর্যায়) ২কোটি ৪লাখ ৯ হাজার ১ শত ৯৭ টাকা ব্যয়ে নির্মিত ভবন, গত ১৮ ডিসেম্বর বুধবার প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন, চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম। এ মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে, বিশেষ অতিথি ছিলেন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মো. শিবলী নোমান।প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও জাতীয় শ্রেষ্ঠ সমাজ সেবকের সম্মাননাপ্রাপ্ত আলহাজ্ব হাফেজ মোহাম্মদ আমান উল্লাাহ, চকরিয়া সাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারী আল আজহারী, রাজাখালী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা কফিল উদ্দিন ফারুক, মহেশখালী আলমগীর ফরিদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মজিবুর রহমান, সাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইব্রাহিম খলিল, ফটিকছড়ি লাইলা কবির ডিগ্রি কলেজের অধ্যাপক নইম কাদের,অত্র মাদ্রাসার সুপার মাওলানা মোজাম্মেল হক।এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,এলাকার সচেতন মহলসহিএ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বর্তমান সরকারকে শিক্ষাবান্ধব সরকার আখ্যা দিয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন। তিনি তাৎক্ষনিকভাবে এ প্রতিষ্ঠানের নতুন ফার্ণিচার সামগ্রীর জন্য ৩লাখ টাকা বরাদ্দ ঘোষণা করেন এবং বিশেষ অতিথি ইউএনও তাৎক্ষণিকভাবে ১০টন চাল ও সকল এতিম নিবাসীদের জন্য শীতের কম্বল তুলে দেন। এদিকে অনুষ্ঠানে চকরিয়া-পেকুয়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সামগ্রীক উন্নয়নে ভূমিকা রাখায় মাননীয় সাংসদ জাফর আলমকে হাফেজ আমান উল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বর্ণ পদক তুলে দেন ফাউন্ডেশনের উপদেষ্টা মনোয়ারা বেগম।