
Rule- 8 : কোনো বাংলা বাক্যে কর্তা কি কোনোকিছু করছে না? বলছে না? যাচ্ছে না? খাচ্ছে না? ইত্যাদি যুক্ত থাকলে Present continuous tense এর negative interrogative form হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :
গঠন : Am/is/are+ sub.+ not+মূল verb এর শেষে ‘ing’ যোগ +Ext.+?
যেমন-
আমি কি ভাত খাচ্ছি না?- Am I not eating rice?
সে কি ভাত খাচ্ছে না?- Is he not eating rice?
Note : এক্ষেত্রে 5 নং Rule-এর note প্রযোজ্য।
বি.দ্র. প্রতিটি পোস্ট নিয়মিত পড়ুন আর নিজে নিজে ইংরেজি শিখুন। পোস্টটি ভালো লাগলে কমেণ্ট ও শেয়ার করুন।