হোমনায় যানবাহনে ব্যবহৃত ক্ষতিকর হেডলাইটে কালো কালির প্রলেপ ও হ্যালোজেন লাইট অপসারণ অভিযান চালালেন ইউএনও
মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় সড়ক দুর্ঘটনা রোধে যানবাহনে ব্যবহৃত ক্ষতিকর এলইডি লাইট অপসারণ ও হেডলাইটের উপরিভাগে কালো কালির প্রলেপ লাগানোর অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর আলী।
আজ বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলা সদরের চৌরাস্তা মোড়ে এই অভিযান পরিচালিত হয়।এতে উপজেলা নির্বাহী কমকর্তা আজগর আলী, পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী নাজমুল হক , বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও স্কাউট শিক্ষার্থীরা্ অংশ নেন এবং রাস্তায় চলাচলকারী বিভিন্ন যানবাহনে ব্যবহৃত হেডলাইটের উপরিভাগে কালো কালির প্রলেপ লাগিয়ে দেন। এছাড়া ব্যাটারী চালিত রিক্সা ও অটোরিক্সা থেকে ক্ষতিকর হ্যালোজেন লাইট অপসারণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর আলী জানান,‘‘ বিভিন্ন যানবাহনের হেডলাইটে কালো কালি না থাকায় রাতের বেলায় পথচারীদের চলাচল করতে সমস্যা হয় এবং বিপরীত পার্শ্ব থেকে আসা গাড়ি চালকদেরও সমস্যা হয়। এ কারণে হেডলাইটে কালো কালি লাগিয়ে দেওয়া হয়েছে এবং অটো ও ব্যাটারী চালিত রিক্সায় স্থাপিত চোখের জন্য ক্ষতিকর হ্যালোজেন লাইট অপসারণ করা হয়েছে।’’