মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা।। ইতোপূর্বে বিএনপির দুর্দিনে বিভিন্ন দলীয় কর্মকাণ্ডে হোমনা-মেঘনায় সশরীরে অংশগ্রহণ করতে দেখা না গেলেও
গত ১ জানুয়ারি ২০২৫ খ্রি. সন্ধ্যায় কুমিল্লার হোমনায় হোটেল-৯৫ এ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মো. মনোয়ার সরকার।
উক্ত মতবিনিময় সভায় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপির) একজন একনিষ্ঠ কর্মী দাবি করেন এবং বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেকে হোমনা-মেঘনা আসনের সংসদসদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা দেন।
মো. মনোয়ার সরকারের বাড়ি তিতাস উপজেলার মাছিমপুর গ্রামে। তিনি লণ্ডন প্রবাসী।
মতবিনিময় সভায় তিনি বলেন, ‘বিএনপি থেকে দলীয় মনোনয়ন না পেলেও আমি হোমনা-মেঘনা আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদসদস্য পদে নির্বাচন করবো। স্মার্ট, আধুনিক ও উন্নত হোমনা-মেঘনা গড়বো।’
তিনি জনগণের উদ্দেশে বলেন, ‘আপনারা আমার পাশে থাকলে আমি আপনাদেরকে সুষ্ঠু, সুন্দর, দু*র্নীতিমুক্ত, স*ন্ত্রাসমুক্ত, নৈ*রাজ্যমুক্ত, মা*দকমুক্ত, টে*ণ্ডারবাজিমুক্ত ও চাঁ*দাবাজিমুক্ত হোমনা-মেঘনা উপহার দিতে পারব ইনশাআল্লাহ।’
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা জাতির বিবেক। আপনাদের লেখনীর মাধ্যমে জনগণের কাছে আমার বার্তাটুকু পৌঁছে দিবেন। আপনারাই পারেন সমাজে পরিবর্তন আনতে। আপনারা সবসময় জনগণ ও আমার পাশে থাকবেন এটাই আপনাদের প্রতি আমার আহ্বান।’
উক্ত মতবিনিময় সভায় হোমনা, মেঘনা ও তিতাসের বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৫ আগস্ট ২০২৪ খ্রি. বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন খাঁনের সঙ্গে হোমনা-মেঘনা আসনে সদ্য সংসদসদস্য হিসেবে প্রার্থীতা ঘোষণাকারী মো. মনোয়ার সরকারকে কোনো একটি অনুষ্ঠানে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে।