
আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনা উপজেলার নিলখী ইউনিয়নের অযোধ্যানগর গ্রামের বিশিষ্ট সমাজসেবক, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও প্রধান শিক্ষক (অব:) মো. রেনু মিয়া মাস্টার ( ৮২) আর নেই। তিনি সোমবার ১১.৩০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ( ইন্না …..রাজিউন)। সোমবার বিকাল ৫.৩০ মিনিটে অযোধ্যানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযায় উপজেলা ভাইস চেয়ারম্যান মহসীন সরকার,সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. মো. আজিজুর রহমান মোল্লা, ইউপি চেয়ারম্যান খন্দকার জালাল উদ্দিন,সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম, থানা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক আবদুস সালাম ভূঁইয়াসহ কয়েক শতাধিক মুসল্লি অংশগ্রহণ করে । জানা গেছে, তিনি হোমনা-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন।