কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হোমনা উপজেলা ও পৌর শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় হেমনা সদরের পুরাতন বাসস্ট্যাণ্ডে আয়োজিত সভায় হোমনা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার।
পরিচিতি ও মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হোমনা উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোজাম্মেল হক (ভি.পি মুকুল), সিনিয় যুগ্ম-আহ্বায়ক মো. জাকির হাসান,হোমনা পৌর বিএনপির আহ্বায়ক মো. ছানাউল্লা সরকার,সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. আব্দুল লতিফ,সদস্য সচিব নজরুল ইসলাম। পরিচিত সভায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা সকলকে অতীতের ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে নবগঠিত কমিটিকে সহযোগিতা এবং দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
প্রসঙ্গত, মোহাম্মদ মহিউদ্দিন নবগঠিত আহ্বায়ক কমিটির পূর্বের কমিটিতে কাউন্সিলিংয়ের ভোটে সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জহিরুল হক জহর এবং অ্যাড. মো. আজিজুর রহমান মোল্লাকে পরাজিত করে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়ে আ’লীগ সরকারের আমলে হা’মলা-মা’মলার শিকার হয়েও দলের জন্য নি:স্বার্থভাবে কাজ করে আসছেন।আরও উল্লেখ্য, মহিউদ্দিনের বাবা আলহাজ্ব মো. আব্দুল লতিফ ফ্যাসিস্ট আ’লীগ সরকারের আমলে দুইবার দলীয় মনোনয়ন নিয়ে ধানের প্রতিকে মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণ করেন। কিন্তু ওই সময় দলীয় লোকদের বিরোধিতার কারণে
তিনি আ’লীগ প্রার্থীর নিকট পরাজিত হয়েছিলেন।