মো. ইব্রাহিম খলিল:
কুমিল্লার হোমনায় হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মীর মহসিন মাসুদ রানা দিক নির্দেশনায় এবং হোমনা থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এস আই নুরুল্লা ভূঁইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ৫ কেজি গাঁজাসহ মো. শাহ আলম(৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করছে।
আজ মঙ্গলবার, সাড়ে ১১ টার দিকে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের জয়দেবপুর গ্রামের সাদ্দাম বাজারের মনির হোসেন সওদাগরের ফার্ণিচারের দোকানের সামনে সিনাইয়া-মেঘনাগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে তল্লাশী করে ৫ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। সে ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর থানার নিলখী গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
এ ঘটনায় হোমনা থানার এসআই (নিঃ) মো. নুরুল্লা ভূইয়া বাদী হয়ে গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
হোমনা থানা অফিসার-ইন-চার্জ মো. সাইফুল ইসলাম বলেন, ‘গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। আগামীকাল বুধবার তাকে আদালতে প্রেরণ করা হবে।’
তিনি আরও বলেন, ‘কুমিল্লার সুযোগ্য এসপি স্যারের কঠোর নির্দেশে হোমনাকে মাদকমুক্ত করতে হোমনা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।’
প্রসঙ্গত, হোমনা থানা পুলিশ মাদক উদ্ধারে সম্প্রতি বিশেষ অবদান রাখায় আইজিপি’র দেয়া পুরস্কার লাভ করে।