মোশারফ হোসেন, হোমনা প্রতিনিধি :
আজ বুধবার বিকেলে উপজেলা হাসপাতাল ব্যবস্থপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা -০২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের (বিডব্লিউসিসিআই) প্রতিষ্ঠাতা সভাপতি সেলিমা আহমাদ মেরী এতে সভাপতিত্ব করেন। সভায় তিনি হাসপাতালের ডাক্তার সঙ্কট, রোগীদের সেবার মান বৃদ্ধি এবং নানা সমস্যা ও সমাধানকল্পে নির্দেশনামূলাক বক্তব্য রাখেন। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী, মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন খান, ডা. মো. রাশেদুল ইসলাম , ডা. মো. জামাল হোসেন, ডা. মো. শহিদুল্লাহ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রুহুল আমিন, সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজু ও মো. আক্তার হোসেন, স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক মো. মহসীন সরকার, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুজ্জামান খোকন প্রমুখ।