
আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিব বর্ষ পালন উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন স্থানীয় এমপি সেলিমা আহমাদ । গতকাল শনিবার উপজেলার মাথাভাংগা ইউনিয়নে এমপি মহোদয়ের ব্যক্তিগত তহবিল থেকে হিন্দু সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র (কম্বল ও টুপি) বিতরণ করেন । এ সময় তিতাস উপজেলা চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার, হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী, জেলা পরিষদ সদস্য মহিউদ্দিন খন্দকার ,ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মাহবুবুর রহমান খন্দকার, উপজেলা আ’লীগ যুগ্ম সম্পাদক গাজী মো. ইলিয়াস, ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম, মাথাভাংগা ইউনিয়ন আ’লীগ সভাপতি আবদুর রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কায়সার ব্যাপারী,যুবলীগ নেতা মোয়াজ্জেম হোসেন, ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার, সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশ ও মইনুল হোসেন মেম্বারসহ আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । এছাড়া উপজেলার হোমনা ,শ্রীমদ্দিসহ বিভিন্ন স্থানে হত দরিদ্রের মাঝে শীতের টুপি নিজ হাতে পড়িয়ে দেন এমপি সেলিমা আহমাদ ।