আইয়ুব আলী, হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় রেজিস্ট্রেশনবিহীন ডেণ্টাল কেয়ার ও ফার্মেসীতে অভিযান চালিয়ে ২৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার বিকেলে উপজেলার দুলালপুর বাজারে অভিযান চালিয়ে রেজিস্ট্রেশনবিহীন চিকিৎসা কার্যক্রম পরিচালনা করার দায়ে রোকেয়া ডেণ্টাল কেয়ারকে ২০ হাজার ও ঔষধের ফার্মেসি মামুন মেডিকেল হলকে ড্রাগ লাইসেন্স ব্যতীত ওষুধ বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৭ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে । এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিয়া মো.ফারুক ও হোমনা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে প্রতিবেদককে জানান , রেজিস্ট্রেশনবিহীন চিকিৎসা কার্যক্রম পরিচালনা করার দায়ে ডেণ্টাল কেয়ারকে এবং লাইসেন্স ব্যতীত ঔষধ বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ফার্মেসীর মালিককে অর্থদণ্ড প্রদান করা হয় ।