
আইয়ুব আলী, হোমনা , কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী, পরিবেশন, লাইসেন্সবিহীন যানবাহন চালানো ও যত্রতত্র পার্কিং করে যানজট সৃষ্টির অপরাধে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার বিকেলে, হোমনা পৌরসভার পুরাতন বাসস্ট্যাণ্ড এলাকায় মোবাইল কোর্ট অভিযানের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ০৯ টি মামলায় ০৩ টি প্রতিষ্ঠান ও ০৬ জন ব্যক্তিকে ১৪ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম রুমন দে । এ সময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট রুমন দে বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী, পরিবেশন, লাইসেন্সবিহীন যানবাহন চালানো ও যত্রতত্র পার্কিং করে যানজট সৃষ্টির অপরাধে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

















