মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় “বীরের কণ্ঠে বীর কাহিনী” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার ১১ টার দিকে হোমনা খাদিজা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে “বীরের কণ্ঠে বীর কাহিনী” শীর্ষক আলোচনা সভা বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে এবং বিদ্যালয়ের একটি রুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করা হয়েছে। আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, থানা অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী রুহুল আমিন, মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এরশাদ হোসেন মাস্টার, হুমায়ুন কবীর, আব্দুর রহমান, কবির হোসেন, গোলাম রাব্বানী, আবুল বাশার, আবদুল মজিদ, আবু হানিফ, আনু মিয়া প্রমুখ। এ সময় সাংবাদিক, অভিভাবক সদস্য , অভিভাবক, ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।