মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
“সবার জন্য স্বাস্থ্য ; অধিক বিনিয়োগ-অবাধ সুযোগ” এই প্রতিপাদ্যে কুমিল্লার হোমনায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. মো. ফারুক মিয়া ও ডা. লুৎফুন্নাহার নিবিড়, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন। এই সময় উপস্থিত ছিলেন প্রধান সহকারী মো. জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ নার্স সেলিনা ইয়াসমিন ও মোর্শেদা আক্তার, ভারপ্রাপ্ত পরিসংখানবিদ মো. ওয়ালি ওল্লাহ, স্বাস্থ্য পরিদর্শক মো. আবু তাহের, ইপিআই টেকনোলজিস্ট মো. শেখ ফরিদ প্রমুখ।