
মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা >> কুমিল্লার হোমনায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা উপজেলার বিভিন্ন শ্রেণি- পেশার মানুষের সঙ্গে এক মতবিনিময় সভা করেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা হোমনাকে একটি মাদক, জুয়া, ছিনতাই, চুরি,ডাকাতি,
সন্ত্রাস ,জঙ্গিবাদ, বাল্যবিবাহমুক্ত একটি সুখী-সমৃদ্ধ, সুন্দর, শান্তিপূর্ণ, হোমনা উপজেলা গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন এবং বিভিন্ন বিষয়ে সকলকে সহযোগিতার আশ্বাস দেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূইয়া, পৌরমেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. ফজলে রাব্বী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন খান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ মো. নজরুল ইসলাম, অধ্যক্ষ মো. মজিবুর রহমান, প্রধান শিক্ষক লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন ও হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান নাজিরুল হক ভূঁইয়া, শাহজাহান মোল্লা, তাইজুল ইসলাম ও কামরুল ইসলাম, সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজু, মো. আক্তার হোসেন ও কামাল হোসেন এবং হোমনা বাজার কমিটির আহ্বায়ক দেলোয়ার হোসেন সুবল প্রমুখ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন এনজিও’র প্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।