মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করায় কুমিল্লার হোমনায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়েছে। আজ শনিবার ১নং মাথাভাঙা বিট পুলিশিংয়ের উদ্যোগে উপজেলার মাথাভাঙা ভৈরব উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সমাবেশে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে উপস্থিত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন (হোমনা-মেঘনা) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এসএসপি) মো. ফজলুল করিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ ও মাথাভাঙা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার আহমেদ। এই বিট পুলিশিংয়ের প্রধান ও এসআই মো. শামীম সরকারের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মইনুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, যুবলীগ নেতা মো. মোয়াজ্জেম হোসেন ও আবদুল মান্নান, ছাত্রলীগ সভাপতি মো. ফয়সাল সরকার , মহিলা লীগ নেত্রী রুশিয়া আক্তার প্রমুখ। সমাবেশে তিন শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।