মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেণ্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ফুটবল টুর্ণামেণ্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ইউএনও রুমন দে’র সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার মো. আহসানের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান। এ সময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার স্বপন চন্দ্র বর্মণ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ ওয়াসিম, সহকারী শিক্ষা অফিসার মো. কবির হোসেন, খাদিজা আক্তার, নজরুল ইসলাম ও সোহাগ ভট্টাচার্য, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, ইউপি চেয়ারম্যান খন্দকার জালাল উদ্দিন, মোজাম্মেল হক, সাদেক সরকার ও জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
উক্ত খেলায় বালক পর্যায়ে ট্রাইব্রেকারে চান্দেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় -ঘনিয়ারচর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-২ গোলে হারিয়ে এবং বালিকা পর্যায়ে মিরাশ নিলখী সরকারি প্রাথমিক বিদ্যালয়- দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।