
মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি >>
“পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার” এই প্রতিপাদ্যে কুমিল্লার হোমনায় ২৯ জুলাই হতে ৩১ জুলাই পর্যন্ত ৩দিনব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। এ উলক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১ টায় বর্ণাঢ্য র্যালিটি হোমনা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে এসে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করে বিভিন্ন স্টল পরিদর্শন করেন ও শিল্পকলা একাডেমি সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা -২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌরমেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. ফজলে রাব্বী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোতাহার হোসেন, ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম প্রমুখ।