মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় মাছের প্রজনন বৃদ্ধির লক্ষে উম্মুক্ত জলাশয় এবং প্রাতিষ্ঠানিক পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার সদরের লঞ্চঘাট এবং পাথালিয়াকান্দি গ্রামের তিতাস নদীতে মোট তিনশত তের কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ ভার্চুয়ালি পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, পৌরমেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, উপজেলা মৎস্য অফিসার মো. শাহেনুর মিয়া, পল্লী উন্নয়ন অফিসার স¦পন চন্দ্র বর্মণ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ ওয়াসিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক গাজী ইলিয়াছ প্রমুখ