মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লাঃ
কুমিল্লার হোমনায় আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভ’য় দেখিয়ে ভাতিজীকে ধ’র্ষণ করার অভিযোগে বশির প্রধান(৩৫) কে গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ। গত ২২ জানুয়ারি উপজেলার বাগসীতারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।বশির প্রধান বাগসিতারামপুর গ্রামের রোকন উদ্দিন প্রধানের ( রুক্কু মেম্বার) ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বশির প্রধান ও মেয়েটির সম্পর্ক চাচা – ভাতিজী। তার বাবা বিদেশে থাকায় মাঝে মধ্যে তাদের পরিবারের দেখাশুনা করতো বশির প্রধান। গত ১৫ জানুয়ারি মেয়টিকে একা পেয়ে তার আপত্তির ভিডিও মোবাইলে ধারণ করে ভ’য়ভীতি দেখিয়ে ২২ জানুয়ারি তাকে একাধিকবার ধ’র্ষণ করে।পরে ২ মার্চ সামাজিকভাবে মেয়েটির বিয়ে হয়ে গেলে বশিরের ইমু নম্বর থেকে তার আ’পত্তিকর ছবি ও ভিডিও দেখিয়ে কু’প্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় আ’পত্তিকর ছবি ও ভিডিও তার স্বামীর নিকট পাঠায় বশির প্রধান। এতে তার স্বামী তাকে তালাক দেয়। ঘটনা জানাজানি হলে বশির প্রধান, তার ভাই নাছির প্রধান ও আল – আমিন মেয়ের পরিবার কে ভয়ভীতি দেখায় এবং থানা পুলিশকে জানালে প্রা’ণনাশের হু’মকি দেয়।
পরবর্তীতে গতকাল ৫ জুন ভুক্তভোগী মেয়েটি থানায় উপস্থিত হয়ে অভিযোগ দিলে রাতেই অভিযান চালিয়ে বশির প্রধানকে গ্রে’ফতার করে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে ওসি মো. সাইফুল ইসলাম বলেন,অভিযোগ পেয়েছি। এ ঘটনায় একজনকে জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শেষে মামলা রুজু করে আগামীকাল কোর্টে প্রেরণ করা হবে।