আইয়ুব আলী, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় ডিসি নুরুল আমিন স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে । গতকাল মঙ্গলবার রাতে যুব সমাজের উদ্যোগে বাবরকান্দি চৌরাস্তা মোড়ে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয় । উদ্বোধনী খেলায় হোমনা পৌরসভার বাগমারা একাদশ ঘনিয়ারচর একাদশকে হারিয়ে জয় লাভ করে । এতে প্রধান অতিথি ছিলেন মরহুম ডিসি নুরুল আমিনের সুযোগ্য ছেলে বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন মো. তারিকুল আমিন এবং উদ্বোধন করেন উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মো. শাহীনুজ্জামান খোকন ।
ইউপি চেয়ারম্যান মো. খন্দকার জালাল উদ্দিনের সভাপতিত্বে ও মোকবল হোসেন মুকুলের পরিচালনায় উপজেলা ভাইস চেয়ারমান মো. মহাসীন সরকার,আ’লীগ নেতা কাউসার ব্যাপারী, মো. আবদুল আউয়াল, হাবিবুর রহমান হবি , কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সোহরাব হোসেন শাকিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার, সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশ , যুবলীগ নেতা মোনায়েম খান ও বশির আহমেদসহ কয়েক শতাধিক দর্শক খেলা উপভোগ করেন । খেলায় প্রধান রেফারি ছিলেন মো. জাকির হোসেন মাস্টার ।
জানা গেছে, টুর্ণামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করবে । পরে বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন মো. তারিকুল আমিনের উদ্যোগে দু:স্থ শীর্তাতদের মাঝে ৪০০ পিস কম্বল বিতরণ করা হয় ।’