আইয়ুব আলী, হোমনা , কুমিল্লা :
কুমিল্লার হোমনায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে । উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. মোহাহের হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদা বেগম , সহকারী শিক্ষা কর্মকর্তা খাদিজা আক্তার, সোহাগ ভট্রাচার্য,সহকারী শিক্ষক ও হোমনা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মো.আইয়ুব আলী, প্রধান শিক্ষক খাইয়ুরুন্নাহার, জলি আক্তার ও ইকবাল হোসেন , সহকারী শিক্ষক আসমা আক্তার, মো.ফেরদৌস ও ইকবাল হাসানসহ শিক্ষক- শিক্ষার্থী উপস্থিত ছিলেন ।পরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক,খ ও গ গ্রুপে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে মোট ২৩৭টি পুরস্কার প্রদান করা হয় ।