![](https://crimepatrol24.com/wp-content/uploads/91918782_2756092467822468_3447718996101562368_o-copy.jpg)
আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নে করোনা ভাইরাসের প্রভাব মোকাবেলায় প্রকৃতি ও পরিবেশকে জীবাণুমুক্ত রাখার লক্ষ্যে ব্লিচিং পাউডার, স্প্রেয়ার গান ও জীবাণুনাশক বিতরণ করা হয় । হোমনা এনলাইটেন্ড প্রফেশনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
এ সময় হোমনা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন, হোমনা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. সেলিম সরকার, সংগঠনের সমন্বয়ক অ্যাড. এম আই সজীব, যুগ্ম সমন্বয়ক মো. সজিব মিয়া,ভলান্টিয়ার সমন্বয়ক মো. মফিজুল ইসলাম সজীব এবং প্রত্যেকটি ইউনিয়ন ও পৌরসভার ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন ।
জানা গেছে, হোমনা এনলাইটেন্ড প্রফেশনাল অ্যাসোসিয়েশনের এডমিন গাজীপুর সমাজসেবা কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলাম ( সোহাগ) ও ঢাকা তেজগাঁও থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় জনসচেতনতামূলক এ কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং কার্যক্রম অব্যাহত থাকবে ।