মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা ঃ
কুমিল্লার ( হোমনা -মেঘনা) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম করোনা প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছেন । তিনি গতকাল মঙ্গলবার উপজেলার দুলালপুর হাইস্কুল ও রামকৃষ্ণপুর বাজার মনিটরিং শেষে হোমনা ফেরার পথে একটি কিউট শিশু গাড়ীর সামনে রাস্তার মাঝে এসে হাজির হয় । শিশুটিকে দেখে গাড়ী থেকে নেমে যান এএসপি মো. ফজলুল করিম। তিনি শিশুটিকে জিজ্ঞাসা করেন, ‘বাবা তুমি রাস্তায় এসেছো কেন ?’ শিশুটি বলল, ‘আমি বড় হয়ে পুলিশ অফিসার হবো ও গাড়ী চালাবো।’ তাই গাড়ীতে চড়িয়ে বাচ্চাটির আবদার মিটিয়ে এর স্বপ্ন পূরণে উৎসাহিত করলেন এএসপি মো. ফজলুল করিম। পরে শিশুটির হাতে চিপস্ এর প্যাকেট ধরিয়ে খুশি মনে বিদায় দেন তাকে। এরপর তিনি দুলালপুর হাইস্কুলে এতিমও অসহায়দের খাদ্য বিতরণ করেন ।
এসময় তিনি জনগণের উদ্দেশে বলেন, আপনারা কেউ বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না, রাস্তা-ঘাট ও দোকানপাটে অযথা আড্ডা দেবেন না। আপনাদের নিরাপত্তায় আমরা বাইরে অাছি, আমাদের নিরাপত্তায় আপনারা ঘরে থাকুন, নিজে বাঁচুন এবং দেশকে বাঁচান।
প্রসঙ্গত, তিনি হোমনা- মেঘনায় করোনার সংক্রমণ রোধে সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করার জন্য দিনরাত চেষ্টা করে যাচ্ছেন । তার আন্তরিক প্রচেষ্টায় মানুষ অনেকটাই সচেতন হয়ে ঘরমুখী হয়েছে। তার নানামুখী কার্যক্রম সচেতন মহলের কাছে বেশ সাড়া জাগিয়েছে।