দিপক চন্দ্র দেব, হোমনা (কুমিল্লা) সংবাদদাতা।।
কুমিল্লার হোমনা থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে আজ মঙ্গলবার ১৯ আগস্ট বিকেল ৪টায় হোমনা থানায় এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (হোমনা সার্কেল) আবদুল করিম।
হোমনা থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন কফিল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির হোমনা শাখার সভাপতি বাবু চন্দনলাল রায, সাংবাদিক রাজীব চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হোমনা থানার সাব ইন্সপেক্টর (এস আই) এহসানুল হক।
এছাড়াও হোমনা বাজারের স্বর্ণ সমিতি , কাপড় ব্যবসায়ী ও ইলেকট্রনিক্স ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
সভায় বক্তারা মাদক, জুয়া, স*ন্ত্রাস, কিশোরগ্যাং যৌতুক, ইভটিজিং ও সামাজিক অপরাধ দমনে পুলিশ-জনগণ সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।