
মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলাকল্পে উপজেলা স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির একটি সভা অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অনলাইনে সভাটি পরিচালনা করা হয়।
এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্যসেবা ব্যবস্থা ডিজিটালাইজেশনের আরো একটি ধাপ।
উক্ত সভায় অংশগ্রহণ করেন কমিটির সভাপতি কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদসদস্য সেলিমা আহমাদ, সদস্য সচিব ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার, অন্যান্য সদস্যের মধ্যে ছিলেন, উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, হোমনা থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আবুল কায়েস আকন্দ, উপজেলা ভাইসচেয়ারম্যান মো. মহাসিন সরকার, নাছিমা আক্তার রিনা , সাংবাদিক, জনপ্রতিনিধি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ও সাংবাদিকবৃন্দ ।
সভায় সকলেই উপজেলার স্বাস্থ্য বিভাগের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং এর আরো মানোন্নয়নের ব্যাপারে আলোকপাত করেন।