
আইয়ুব আলী, হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা উপজেলার কৃতী সন্তান মো. রেজাইল করিম রতন সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) থেকে জেনারেল ম্যানেজার (জিএম) পদে পদায়ন হয়েছেন । তিনি গত ৫ জুলাই খুলনা বিভাগের জেনারেল ম্যানেজর (ইনচার্জ) হিসেবে যোগদান করেন। এর আগে তিনি সোনালী ব্যংক ঢাকার বঙ্গবন্ধু এ্যাভিনিউ প্রিন্সিপাল অফিসে ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) হিসেবে দায়িত্ব পালন করেন। সে ১৯৬৭ সালে কুমিল্লা জেলার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম প্রয়াত আবদুল কুদ্দুস ।
জানা গেছে, তিনি (রেজাউল করিম) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে ১৯৯৪ সালে বাংলাদেশ সোনালী ব্যংকের ঝিনাইদাহ শাখায় সিনিয়র অফিসার হিসেবে প্রথম চাকুরিতে যোগদান করেন। পরবর্তীকালে তিনি ২০০১ সালে কৃতিত্বের সঙ্গে এমবিএ ডিগ্রিও অর্জন করেন।
চাকুরি জীবনে মো. রেজাউল করিম ঝিনাইদহ এবং চট্টগ্রাম শাখায় সিনিয়র অফিসার, প্রিন্সিপাল অফিসার হিসেবে ঢাকা হেড অফিস, বিভিন্ন কর্পোরেট শাখায় সিনিয়র প্রিন্সিপাল অফিসার, হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ চারটি গুরুত্বপূর্ণ শাখার প্রধান এবং ঢাকা প্রিন্সিপাল অফিসে ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাজীবনে তিনি পিতার চাকুরি সূত্রে ঘোড়াশাল ইউরিয়া সারকারখানা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৮৩ সালে স্টার মার্কস পেয়ে এসএসসি, ১৯৮৫ সালে ঢাকা কলেজ থেকেও স্টার মার্কস পেয়ে এইচএসসি এবং ১৯৯২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে বিএসসি(এজি) (সম্মান) ও ১৯৯৩ সালে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) -এর একজন ডিপ্লোমেট এসোসিয়েট।
পেশাগত জীবনে তিনি মালয়েশিয়া, ভারত এবং থাইল্যান্ডে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে মো.রেজাউল করিম এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক। হোমনাবাসী তার উত্তরোত্তর সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ করেন।