আইযুব আলী, হোমনা, কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় মাদ্রসার এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার জয়পুর-মির্জানগর সুন্নিয়া হাফিজিয়া এবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে শতাধিক ছাত্রদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন তেজগাঁও থানা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা হাজি মো. শহীদুল্লাহ ।
ইউপি চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম মোল্লার সভাপতিত্বে ও বিশিষ্ট কথাসাহিত্যিক এবং বাংলাদেশ বেতারের গীতিকার কবি আহমেদ উল্লাহর সঞ্চালনায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডা. মো. আবু মোতালেব, মাদ্রাসার সুপার মুফতি আল্লামা শেখ মোহাম্মদ বোরহান উদ্দিন রেজা সুন্নী আল কাদরী, জয়পুর ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক দেলোযার হোসেন ধনু, যুবলীগ নেতা মো. মনোয়ার হোসেন, স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. মোসলেম উদ্দিন, মো. মহারাজ মেম্বার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন ।